প্রকাশিত: Wed, Dec 20, 2023 11:04 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:40 AM

[১]নাশকতার মামলায় বিএনপি নেতা আমানসহ ১৭৯ জনের বিচার শুরু

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক:[২] বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসানের আদালত কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেছেন। 

[৩] এর আগে আসামিদের পক্ষে তাদের অব্যহতির আবেদন আদালত নাকচ করে দেন। আগামী ০২ জানুয়ারি, ২০২৪ সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। শুনানির সময় আমান উল্লাহ আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

[৪] সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল ‘আমাদের নতুন সময়’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] মামলার অভিযোগে বলা হয়,০২ জুন, ২০১৭ বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর এলাকায় মেঘু মিয়া মাতুব্বর হাফেজিয়া মাদ্রাসা এবং আমান জামে মসজিদে গোপনে ইফতারের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে আমান উল্লাহ আমান উপস্থিত হলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আয়নালসহ আওয়ামী লীগের ৩০/৪০ জন কর্মী সেখান উপস্থিত হন। এসময় বিএনপির ৩০০/৪০০ জন নেতাকর্মী পিস্তল, রিভলবার, ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। সম্পাদনা: সমর চক্রবর্তী